যশোরে গৃহবধূ নির্যাতনে গ্রেপ্তার ৩

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৪

যশোরের চৌগাছায় পরকীয়া ও চুরির অপবাদ দিয়ে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- বাড়ির মালিক জাফর ইমামের স্ত্রী সুলতানা রাজিয়া, তার দুই মেয়ে জান্নাতারা ইমাম ও সুমাইয়া ফারজানাকে।

বুধবার গভীর রাতে চৌগাছা পৌরসভার ৮ নং ওয়ার্ডের কারিগর পাড়া গ্রামে একটি বাড়িতে ভাড়াটিয়া গৃহবধূকে নির্যাতনের ঘটনা ঘটে। তাকে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে দেন ভাড়া বাসার মালিকের স্ত্রী ও তার দুই মেয়ে। একইসঙ্গে ওই নারীর (৪) বছর বয়সী মেয়েকেও মারধর করা হয়। বর্তমানে ওই গৃহবধূ ও তার মেয়ে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

চৌগাছা থানায় নির্যাতিতা নারীর স্বামী ইউনূছ আলীর লিখিত এজহার সূত্রে জানা গেছে, গত প্রায় আট মাস ধরে তিনি তার স্ত্রী ও মেয়ে শিশুকে নিয়ে চৌগাছায় জাফর ইমামের ওই বাড়িতে ভাড়া থাকেন। গত ২৬ জানুয়ারি তিনি ভাড়া বাড়িতে স্ত্রী-সন্তানকে রেখে গ্রামের বাড়ি অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামে যান। এরপর ১ ফেব্রুয়ারি বাড়ির মালিকের মেয়ে সুমাইয়া ফারজানা মোবাইল ফোনে জানায় তার স্ত্রী তাদের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার চুরি করে পালিয়েছে। ৩ ফেব্রুয়ারি ভাড়া বাড়িতে এসে ভাড়াটিয়াদের সঙ্গে স্ত্রীকে খুঁজে বাড়িতে নিয়ে আসেন তিনি। এ ঘটনায় চৌগাছা থানায় একটি মামলা হয় এবং পুলিশ তার স্ত্রীকে আদালতে পাঠায়। সেখান থেকে জামিনে মুক্তি পেয়ে বুধবার তারা ভাড়া বাড়িতে যান। সেখানে রাত ১২টার দিকে ভাড়াটিয়ার স্ত্রী ও দুই মেয়ে তাদের শোবার ঘরে গিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে গৃহবধূকে বেদম মারপিট করে। এ সময় তার চার বছর বয়সী মেয়ে কান্নাকাটি করলে জান্নাতারা ইমাম তার গলা টিপে ধরে এবং ঘরের চৌকির সঙ্গে আঘাত করে। তারা ওই নারীর স্বামীকে বলে, ‘হয় তোর স্ত্রীকে স্বর্ণ দিতে বল, না হলে এখনি তার মাথার চুল কেটে (ন্যাড়া) করে দিবি।’

লিখিত অভিযোগে ইউনূছ আলী বলেন, আমি চুল কাটতে অস্বীকার করলে তারা আমার শিশু কন্যাকে নিয়ে দোতলার দিকে উঠে যায় ও মারপিট করতে থাকে। এ সময় মেয়ের কান্না ও স্ত্রীর চিৎকার সহ্য করতে না পেরে বলি মেয়েকে আমার কাছে নিয়ে এসো। আমি স্ত্রীর চুল কেটে দিচ্ছি। এরপর তারা মেয়েকে আমার কাছে নিয়ে আসে এবং আমার হাতে একটি কাচি দিয়ে স্ত্রীর চুল কেটে দিতে বাধ্য করে। আমি বাধ্য হয়ে স্ত্রীর চুল কেটে দেয়ার পরও তারা কোদালের আছাড় দিয়ে আমি, আমার শিশু কন্যা ও স্ত্রীকে মারপিট করে। পরে আমাদের চিৎকারে পার্শ্ববর্তী বাসিন্দারা এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

চৌগাছা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ সিরাজ বলেন, নির্যাতিতা নারী ও তার শিশু কন্যার শরীরের বিভিন্ন স্থানে ব্যাপক নির্যাতন করা হয়েছে বলে ওই নারী অভিযোগ করেছেন। বড় ধরনের কোনো আঘাত পেয়েছেন কিনা পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে। তবে ওরা মানসিকভাবে ভেঙে পড়েছেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর সমস্ত শরীরে নির্যাতন করেছে বাড়ির মহিলারা। বাচ্চাটিকেও নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত তিন নারীকেই

গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :