বাগেরহাটে স্বাস্থ্য সচেতনতায় নারীদের ব্যতিক্রমী পদযাত্রা

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বাস্থ্য সচেতনতা বাড়াতে নারীদের নিয়ে মহাসড়কে এক ব্যতিক্রমী পদযাত্রা করেছে বাগেরহাটের ‘নারী উন্নয়ন ফোরাম’ নামে একটি সংগঠন। বৃহস্পতিবার বিকালে এই পদযাত্রার অংশ নেয়া নারীদের মিষ্টিমুখ করিয়ে উদ্বোধন করেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবপ্রসাদ পাল।

পদযাত্রায় সহযোগিতা করেছে বাগেরহাট সদর উপজেলা পরিষদ। পদযাত্রায় অংশ নেয়া হাঁটায় সেরা ১০ জন নারীকে পুরস্কৃত করা হয়। বাগেরহাট-খুলনা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মাজার মোড়ে গিয়ে পদযাত্রা শেষ হয়। অর্ধশতাধিক নারী এতে অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন, মহিলা ভাইস-চেয়ারম্যান রিজিয়া পারভীন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. প্রদীপ কুমার বকসী। সঞ্চালক ছিলেন রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী শামীম আচনু।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :