শিক্ষার্থীদের সচেতন করতে স্কুলে ছুটছেন ওসি

প্রকাশ | ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৩

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস

আইন শৃঙ্খলা, ইভটিজিং, ফেসবুক প্রতারণা, বিকাশ প্রতারণা, চুরি, বাল্যবিবাহ, জঙ্গিবাদ, মাদক, রাস্তা পারাপার, আত্মহত্যাসহ বিভিন্ন বিষয়ে সচেতনার বাণী নিয়ে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে যাচ্ছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম।

বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার সালন্দর উচ্চ বিদ্যালয়, ভূল্লী ডিগ্রি কলেজ, আরাজী কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি বিদ্যালয়ে নিজ উদ্যোগে গিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য খোলা মাঠে তাদের নির্দেশনা দেন তিনি।

এ সময় সদর থানার পুলিশের সদস্যসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যে ওসি তানভিরুল ইসলাম শিক্ষার্থীদের চলার পথে কোন সমস্যা হলে থানার সাথে দ্রুত যোগাযোগ করতে বলেন এবং নিজের মোবাইল ফোন নাম্বার দেন সবাইকে।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/কেএম/এলএ)