আগুনে পুড়ে ছাই হলো ১০ দোকান

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৮

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় আগুনে পুড়ে ১০টি দোকান ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- নরসিংপুর গ্রামের মাহফুজুর রহমান বাহারের গ্যাস সিলিন্ডারের দোকান, আব্দুল হান্নানের ইলেকট্রনিক্সের দোকান, ছনখাই গ্রামের দাবান্দ দাসের ছেলে রঞ্জন দাসের হোমিও ফার্মেসি, নরসিংপুর গ্রামের কামাল উদ্দিনের কম্পিউটার ও সাজঘরের দোকান, বীরেন্দ্রনগর গ্রামের মিজান আহমেদের টেইলার্সের দোকান, নরসিংপুর গ্রামের বিল্লাহ মিয়ার ইলেকট্রনিক্স ও মেশিনারি পার্স দোকান, নরসিংপুর গ্রামের সাহাব উদ্দিনের কম্পিউটার ও মোবাইল মালামালের দোকান, ঘিলাছড়া গ্রামের জুয়েল আহমেদের টেইলার্সের দোকান, নরসিংপুর গ্রামের মানিক মিয়ার কম্পিউটার ও মোবাইল মালামালের দোকান, সিরাজপুর গ্রামের হোসেন আলীর টেইলার্সের দোকানে তা ছড়িয়ে পড়লে দোকানের সব মালামাল পুড়ে যায় ও আলতাব আলী মার্কেটের আধা পাকা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়।

দোয়ারাবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, ১০টি দোকান পুরোপুরি পুড়ে গেছে এবং আলতাব আলী মার্কেট আধা পাকা বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে কমপক্ষে ৭২ লাখ টাকা ক্ষতি হয়েছে। এরা এখন প্রায় নিঃস্ব। তাদের আর্থিক সহযোগিতা দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।

(ঢাকাটাইমস/৬ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :