দিনাজপুরে ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:১৬

দিনাজপুরের হাকিমপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, যিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে পুলিশ। আহত হয়েছেন পুলিশের দুই সদস্য। তারা দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগানসহ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোররাত চারটার দিকে উপজেলার আলিহাটের কাশিয়াডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কহিদুল হিলির ধাওয়া নশিপুর গ্রামের মৃত সালামত প্রধানের ছেলে। আহত পুলিশ সদস্যরা হলেন এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক।

হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আখিউল ইসলাম জানান, হিলির কাশিয়াডাঙ্গাতে ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবর পায় পুলিশ। সেই খবরের ভিত্তিতে আমি ও থানার ওসিসহ পুলিশের একটি বিশেষ টিম সেখানে যাই। এ সময় ডাকাতরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছোঁড়ে। দুপক্ষের মাঝে গোলাগুলিতে তাদের নিজের গুলিতেই কহিদুল ইসলাম নিহত হন। এছাড়াও তাদের ছোঁড়া অস্ত্রের আঘাতে আমাদের দুই পুলিশ সদস্য পায়ে আঘাতপ্রাপ্ত হয়।

বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুটি গুলির খোসা, এক রাউন্ড তাজা গুলি, চাপাতিসহ পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

নিহত কহিদুলের বিরুদ্ধে হিলিসহ আশপাশের বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাইসহ ১১টি মামলা রয়েছে। ছয়টিতে তার বিরুদ্ধে পরোয়ানা রয়েছে। আহত পুলিশ সদস্যদের দিনাজপুর পুলিশ লাইন হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :