ধর্ম নিয়ে কোনো ব্যানারে বিশ্বাস করি না: শামীম ওসমান

প্রকাশ | ০৭ ফেব্রুয়ারি ২০২০, ২৩:০১

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

যারা ধর্মকে বিভক্ত করে ফায়দা লুটার চেষ্টা করে তারা সবচেয়ে বড় অধার্মিক বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তিনি বলেছেন, ধর্ম নিয়ে কোনো ব্যানারে বিশ^াস করেন না তিনি।

আজ শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের সরকারি গণগ্রন্থাগারে অনুষ্ঠিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

‘আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে’ উল্লেখ করে শামীম ওসমান বলেন, ‘কেউ ধর্মের কোনো এজেন্সি নিতে পারে না। যারা ধর্মকে বিভক্ত করে ফায়দা লুটার চেষ্টা করে তারা সবচেয়ে বড় অধার্মিক এবং ধর্মীয় চেতনাবোধ তাদের মধ্যে থাকে না।’

নারায়ণগঞ্জের এই আলোচিত সাংসদ বলেন, ‘আমি নামাজ পড়ি। আমার সেজদায় আল্লাহ থাকবেন কি না সেটা আমার ব্যাপার। কারও কথায় কিছু হয় না। জামায়াত ইসলামকে কোনো এজেন্সি দিয়ে দেওয়া হয়নি।’

‘হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, এটা একটা ব্যানার। মুসলমানদেরও বিভিন্ন সংগঠনের ব্যানার রয়েছে।’ বলেন সাংসদ শামীম,  ‘আমি এ ব্যানারগুলোতে বিশ্বাস করি না। আমি একটা ব্যানারেই বিশ্বাস করি। জাতির পিতা মুক্তিযুদ্ধের আগে একটা প্রশ্ন করেন, সেটা হলো তুমি কে আমি কে- একযোগ উত্তর আসে বাঙালি।’

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য ডা. নিম চন্দ্র ভৌমিক, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপীনাথ দাস, সভাপতিমণ্ডলীর সদস্য জয়ন্ত সেন দীপু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্রনাথ বসু, অ্যাডভোকেট তাপস কুমার পাল, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার সাহা প্রমুখ।

(ঢাকাটাইমস/৭ফেব্রুয়ারি/মোআ)