বইমেলায় পিয়াস মজিদের নতুন যত বই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪১

এবারের বইমেলায় তরুণ কবি ও লেখক পিয়াস মজিদের বেশ কয়েকটি বই প্রকাশ হয়েছে।

প্রথমা প্রকাশন থেকে বেরিয়েছে কবিতার বই ‘বসন্ত, কোকিলের কর্তব্য’। ‘গোলাপের নহবত’ প্রকাশ হয়েছে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে। এটাও কবিতার বই। আরেকটি কবিতার বই এসেছে পাঠক সমাবেশে। নাম ‘দুপুরের মতো দীর্ঘ কবিতা’।

কবিমানস প্রকাশ করেছে কবিতাপুস্তিকার বই ‘ধর্মসাগর শহর’ শিরোনামে। বাংলা একাডেমি প্রকাশ করেছে ‘মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলা একাডেমি’ শীর্ষক গবেষণাগ্রন্থ।

মওলা ব্রাদার্স প্রকাশ করেছে প্রবন্ধের বই ‘কথার কল্লোল’। সময় প্রকাশন এনেছে পিয়াস মজিদের ভ্রমণ কাহিনি ‘স্মরণ, ভ্রমণ, যাপন’।

বেঙ্গল পাবলিকেশন্স প্রকাশ করেছে প্রবন্ধের বই ‘এক পৃথিবী বইয়ের বাড়ি’।

ঐতিহ্য প্রকাশ করেছে ‘ধ্রুব এষ বললেন’। এটি সাক্ষাৎকারের বই। কবিতা বিষয়ক প্রবন্ধের বই ‘কবিতার কায়া ও কুসুম’ প্রকাশ করেছে বিদ্যাপ্রকাশ।

নতুন বইগুলো নিয়ে পিয়াস মজিদ বলেন, ‘নিজের নতুন বই মানে অক্ষরের উৎসবে একটু বিশেষভাবে যুক্ত হওয়া। এবার যে বইগুলো বেরিয়েছে আমার বা বেরোবে সেগুলো পড়ার আমন্ত্রণ জানাই পাঠকদের। আমার বই পড়া মানে আমাকে পড়া। আমার এক একটি নতুন বই আমাকে নিজের কাছেই নতুন করে নিজেকে চিনতে সহায়তা করে।’

পিয়াস মজিদের জন্ম ও বেড়ে ওঠা কুমিল্লায়। কর্মরত আছেন বাংলা একাডেমিতে।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/এজেড)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :