দপ্তরিদের জাতীয়করণের দাবির আন্দোলনে শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৮ | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৬:৩৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী শুরুর আগেই সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীদের জাতীয়করণের দাবি ওঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের দাবি তুলে ধরতে ঢাকাতে সমাবেশ করেছেন দপ্তরি কাম নৈশ প্রহরীরা।

শনিবার মিরপুর চিড়িয়াখান রোডের পাশের ঈদগাহ মাঠে সারাদেশ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীরা উপস্থিত হন। সেখানে সমাবেশ থেকে তারা আগামী ১৭ মার্চ মুজিব বর্ষ শুরুর আগেই দপ্তরি কাম নৈশ প্রহরীদের জাতীয়করণ করার দাবি জানান।

সমাবেশে সংহতি প্রকাশ করেন শ্রমিক নেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সংসদ সদস্য শাজাহান খান। তিনি বলেন, আমি আপনাদের দাবির সঙ্গে একমত। আপনাদের দাবি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেব। যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দপ্তরি কাম নৈশ প্রহরী পদ সৃষ্টি করে আপনাদের কর্মের সুযোগ করে দিয়েছেন, তাই তিনি আপনাদের বিষয়টি বিবেচনা করবেন আশা করি। আর প্রধানমন্ত্রী যেহেতু এই পদ সৃষ্টি করেছেন তাই আপনারা কোনো রকম বিশৃঙ্খলা না করে নিয়মতান্ত্রিক পন্থায় দাবি তুলে ধরবেন।

প্রাথমিক বিদ্যালয় দপ্তরি কাম নৈশ প্রহরীদের সংগঠনের ব্যানারে এই সমাবেশ হয়।

সংগঠনের সভাপতি মো. মামুন সরদার বলেন, আমরা দপ্তরিরা প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করি। স্কুলের যাবতীয় কাজ এই দপ্তরিরা করে থাকেন। তাই তাদের পরিবারের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী আমাদের বিষয়টি গুরুত্ব দেবেন এই দাবি করি।

সমাবেশে দেশের সব জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশ প্রহরীরা উপস্থিত হন।

সমাবেশ শেষে তারা সেখান থেকে নিজ নিজ জেলায় কর্মরত স্কুলের উদ্দেশে রওয়ানা হন।

(ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/বিইউ/জেবি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ট্রেনে ঈদযাত্রা: ৮ এপ্রিলের টিকিট বিক্রি শুরু

ঢাকায় কর দিয়ে ২৬৮০ বিয়ে 

সংরক্ষিত আসনের এমপিদের মধ্যেও সংখ্যায় এগিয়ে ব্যবসায়ীরা: সুজন

মানবাধিকার ও ভোক্তা অধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জরুরি: ড. কামাল উদ্দিন

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রেলকে গড়ে তুলতে হবে: রেলমন্ত্রী

ইভ্যালির রাসেল-শামিমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

জিম্মি নাবিকদের মুক্তির আলোচনা অনেকদূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

ডিএনসিসি কার্যালয় সরানোর মধ্য দিয়ে কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু 

বিএসএমএমইউ উপাচার্যের দায়িত্ব নিলেন দীন মোহাম্মদ, বললেন ‘কোনো অন্যায় আবদার শুনব না’

এই বিভাগের সব খবর

শিরোনাম :