চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অস্ত্র-গুলিসহ আটক ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের জমিনপুর এলাকা থেকে দুইটি ওয়ান স্যুটার গান ও একটি গুলিসহ তিনজন অবৈধ অস্ত্র বহনকারীকে আটক করেছে বিজিবি-৫৯। শুক্রবার রাত ২টার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শিবগঞ্জ উপজেলার জমিনপুুর গ্রামের সুজন, একই এলাকার সেনারুল ইসলাম ও সেলিম।

রহনপুর-৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান আসামিসহ অস্ত্র ও গোলাবারুদ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গভীর রাতে কিরণগঞ্জ সীমান্তের ১৭৯ নম্বর পিলার থেকে ৫০ গজ বাংলাদেশে জমিনপুরে বেশ কয়েকজন অস্ত্র বহনকারীর তথ্য জানা যায়। এ সময় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালিত হয়। সেখানকার বেশ কয়েকজন পালিয়ে গেলেও সুজন, সেনারুল ও সেলিমকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে দুইটি ওয়ান স্যুটার গান ও একটি গুলি উদ্ধার করে বিজিবি। যার দাম প্রায় ২ লাখ টাকা।

তিনি আরো জানান, আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়- জমিনপুরের নজরুল ইসলামের ছেলে হারুন, এরফান আলীর ছেলে আবু ও বাবু, একই এলাকার তজনু মিয়ার ছেলে সেলিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পলাতকদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শিবগঞ্জ থানায় আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :