ভৈরবে তিন ছিনতাইকারী গ্রেপ্তার

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৩৪

কিশোরগঞ্জের ভৈরবে তিন ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার সকালে শহরের রেলস্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নবীনগর এলাকার ট্রেন যাত্রী সাক্কুর মিয়ার টাকা ও ফোন ছিনতাইয়ের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ভৈরব শহরের পঞ্চবটি এলাকার নাঈম হোসেন, ভৈরবপুর উত্তরপাড়া এলাকার রাসেল ও নরসিংদীর রাসেল মিয়া।

ভুক্তভোগী সাক্কুর মিয়া তাদের আসামি করে ভৈরব থানায় একটি মামলা করেছেন। আসামিদের দুপুরে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সকালে সাক্কুর মিয়া ট্রেন থেকে নেমে ভৈরব বাজার লঞ্চঘাটে রিকশাযোগে আসার পথে প্রকাশ্যে রিকশার গতি রোধ করে তার কাছ থেকে এক হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। পরে ঘটনাটি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

ভৈরব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাহালুল খাঁন বাহার জানায়, গ্রেপ্তাররা এলাকার চিহ্নিত ছিনতাইকারী। এদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :