‘গাড়িচাপা দিয়ে হত্যাকে সড়ক দুর্ঘটনা বলে প্রচার’

প্রকাশ | ০৮ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪২

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

‘সড়ক দুর্ঘটনা নয়, ছিনতাইকারী চক্র মোক্তার হোসেন সৈকতকে গাড়িচাপা দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।’ হত্যার ঘটনায় ছিনতাইকারীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহত সৈকত (২৮) লহ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার দেওপাড়া গ্রামের মৃত আবদুল ওয়াহেদের ছেলে।

শনিবার পিবিআই কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওসমান গনি প্রেসব্রিফিংয়ে জানান, চলতি বছরের ২১ জানুয়ারি ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিরশ^ানী বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের লাশ উদ্ধার করে মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির পুলিশ। মৃত ওই ব্যক্তির মাথা ও মুখমণ্ডল সম্পন্ন থেতলানো ও বিকৃত ছিল। হাতে কাটা দাগ ছিল।  

প্রথমে এটি নিছক সড়ক দুর্ঘটনা হিসেবে থানায় জিডি হলেও পরে পিবিআই তদন্তে ১৬ দিনের মধ্যে ক্লু-লেস এ খুনের রহস্য বেরিয়ে আসে। এ ঘটনায় পিবিআই তথ্য প্রযুক্তি ব্যবহার করে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। শনিবার গ্রেপ্তাররা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।

গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন- ফেনী সদরের নোয়াবাদ গ্রামের আবুল হাসনাত ওরফে তারেক, দক্ষিণ শর্শদি গ্রামের সৈয়দ হাফিজুর রহমান সাইফুল ও কুমিল্লার লাকসাম উপজেলার বাতাখালী গ্রামের মো. রাসেল।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/কেএম/এলএ)