আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে দাগনভূঞার যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, ফেনী
 | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:০৮

দক্ষিণ আফ্রিকার প্রিটুরিয়া শহর এলাকায় গত শুক্রবার রাতে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে নুরুল হুদা ছুট্টু (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। তার গ্রামের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈঠারপাড় গ্রামে।

এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পূর্বচন্দ্রপুর মডেল ইউনিয়নের বৈঠারপাড় গ্রামের দলিল লেখক আবুল কালামের ছেলে নূরূল হুদা ছুট্টু ২০১০ সালের ডিসেম্বরে ভিটেমাটি বিক্রি করে আফ্রিকায় যান। প্রথমে অন্যের দোকানে চাকরি করে পরে নিজেই ব্যবসা শুরু করেন পিটুরিয়া শহর এলাকায়। গত শুক্রবার রাতে আফ্রিকার অজ্ঞাতনামা দুই-তিনজন কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী দোকানে প্রবেশ করে মালামাল লুট করতে থাকে। বাধা দিলে সন্ত্রাসীরা দুই পায়ে গুলি করে মালামাল নিয়ে পালিয়ে যায়। আহতের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই আবদুছ ছাত্তার বিষয়টি ফোনে পরিবারকে জানান। নিহতের বাবা আবুল কালাম ও ও মা ছবুরা খাতুনের কান্নায় আকাশ বাতাস ভারি হয়ে উঠে। খবরটি জানাজানি হলে এলাকায় শোকাবহ পরিবেশ তৈরি হয়।

নিহতের ফুফাতো ভাই শাহাদাত হোসেন জানান, আগামী সপ্তাহে ছুট্টুর লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

(ঢাকাটাইমস/৮ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :