বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে কলেজছাত্রের মৃত্যু

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২১:২১

জামালপুরের বকশীগঞ্জে ভারতীয় বন্যহাতির আক্রমণে নাজমুল ইসলাম (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার বিকাল সাড়ে চারটার দিকের বকশীগঞ্জ উপজেলায় কামালপুর ইউনিয়নের বৈষ্ণবপাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাজমুল বৈষ্ণবপাড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজের ২য় বর্ষের ছাত্র।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হযরত আলী জানান, পাহাড়ে হাতি নেমেছে খবর পেয়ে নাজমুল বাড়ির উত্তর পাশে তাদের গরু আনতে যান। পরে হাতি ধাওয়া দিলে পা পিছলে পড়ে যান নাজমুল। এ সময় হাতির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় নাজমুলের। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করেছে।

একের পর এক হাতির আক্রমণে নিহতের ঘটনায় বকশীগঞ্জের ধানুয়া কামালপুরের পাহাড়ি গ্রামগুলোতে বন্যহাতি আতঙ্ক বিরাজ করছে।

গত ১ মাসে জামালপুরের বকশীগঞ্জে তিনজন নিহত ও একজন গুরুতর আহত হয়ে পঙ্গুত্ববরণ করেছেন।

ঢাকাটাইমস/০৮ফেব্রুয়ারি/ ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :