অয়েজুল হকের চতুর্থ উপন্যাস ‘আজ আকাশে চাঁদ নেই’

ঢাকাটাইমস ডেস্ক
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ১১:১১

দুটো আকাশ। একটা আকাশের, একটা মনের। আকাশে চাঁদ ওঠে, মেঘে ঢেকে যায়। মনের আকাশেও চাঁদ আছে। সে চাঁদ ও মাঝে মাঝে ঘোরকালো মেঘের আবরণে ঢাকা পড়ে। আজ আকাশে চাঁদ নেই। কার সে আকাশ? কেনই বা সে আকাশ ব্যাথার সব কালো কালো মেঘে ঢাকা পড়ে যায় ?

‘আজ আকাশে চাঁদ নেই’ উপন্যাসটি পাওয়া যাবে একুশে বইমেলা ২০২০, সাহিত্যদেশের ২৩৪, ২৩৫নং স্টলে। চট্টগ্রামের বইমেলার-১২০ নম্বর স্টলে, এছাড়া খুলনার বইমেলাতেও পাওয়া যাবে বইটি।

২০১৯ সালে সাহিত্যদেশ নিয়ে এসেছিল লেখকের রম্য গল্পগ্রন্থ - গল্পের সাথে হেসেছিল গল্পগুলো।

আজ আকাশে চাঁদ নেই মোহাম্মদ অয়েজুল হকের প্রকাশিত চতুর্থ উপন্যাস, সপ্তম গ্রন্থ। এর আগে প্রকাশিত উপন্যাস - পথে পথে, রাক্ষুসে দিন রাত ও ছায়া সিমি। এছাড়াও অয়েজুল হকের সম্পাদনায় প্রকাশিত গল্পগ্রন্থ - আকাশের স্বপ্ন গুলো ছুঁয়ে দেব। যৌথ কাব্যগ্রন্থ স্বপ্ন স্নান। সবগুলো বই পাওয়া যাচ্ছে রকমারি ডটকম, বইবাজারসহ বিভিন্ন অনলাইন বই বিক্রয় কেন্দ্রে।

ঘরে বসে বই পেতে লেখকের বইয়ের রকমারি লিঙ্কে ক্লিক করুন- https://www.rokomari.com/book/author/31847/mohammad-wezul-hoque

আজ আকাশে চাঁদ নেই, লেখক- মোহাম্মদ অয়েজুল হক, ধরন- সমকালীন উপন্যাস, প্রচ্ছদ- জুলিয়ান সিদ্দিকী, প্রকাশক- সাহিত্যদেশ, মূল্য: ১৫০ ( একশত পঞ্চাশ টাকা মাত্র )

(ঢাকাটাইমস/০৯ফেব্রুয়ারি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :