রোহিঙ্গাদের ভুয়া জন্মসনদ দেয়ায় চেয়ারম্যান বরখাস্ত

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৯

রোহিঙ্গাদের ভুয়া জন্মসনদ দেয়ার অভিযোগে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চেয়ারম্যান আফতাব উদ্দিনকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী স্বাক্ষরিত চিঠি সুনামগঞ্জ জেলা প্রশাসক ও তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পাঠানো হয়েছে।

গত ৪ ফেব্রুয়ারি স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলাধীন বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফতাব উদ্দিন জন্ম-মৃত্যু নিবন্ধন বিধিমালার নির্দেশনা পালন না করে রোহিঙ্গাদের জন্মসনদ দিয়ে সরকারের আদেশ আমান্য করেছেন। বিষয়টি তদন্তে প্রমাণিতও হয়েছে। তাই স্থানীয় সরকার আইন অনুযায়ী ইউপি চেয়ারম্যানকে তার স্বীয় পদ হতে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :