দক্ষিণের ৩১ নং ওয়ার্ডের ফল পুনঃগণনা সোমবার

প্রকাশ | ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৯

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনে দক্ষিণ সিটির ৩১ নং ওয়ার্ডের নির্বাচনী পুনরায় গণনা করা হবে সোমবার (১০ ফেব্রুয়ারি)।

গণনা শেষে স্থগিত এ ওয়ার্ডের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন।

১ ফেব্রুয়ারি উত্তর সিটি ও দক্ষিণ সিটিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর পরের দিন ২ ফেব্রুয়ারি গণবিজ্ঞপ্তি দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩১ নং ওয়ার্ডের নির্বাচনের ফল স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ৪২ (১) অনুসারে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ড ৩১ নম্বরের নির্বাচনী ফল ঘোষণা অনিবার্য কারণে স্থগিত করা হলো।

রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ৩১ নং ওয়ার্ডের সব প্রার্থী বা তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে আরমানিটোলা উচ্চ বিদ্যালয়ের পুরুষ ভোটকেন্দ্রের (কেন্দ্র-৫২০) ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ফল ফের গণনা করা হবে। এর আগে এ সংক্রান্ত প্রশ্নের জবাব দেবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

(ঢাকাটাইমস/৯ফেব্রুয়ারি/জেআর/ইএস)