সচেতনতা বাড়াতে বাগেরহাটে কিশোরী সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৬

বাগেরহাটে কিশোরীদের বয়ঃসন্ধিকাল, প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ, যৌন হয়রানি এবং মাদক প্রতিরোধে সচেতনতা বাড়াতে সমাবেশ করেছে নারী উন্নয়ন ফোরাম। সোমবার দুপুরে সদর উপজেলার বারুইপাড়া পূর্ণ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ে এ সমাবেশ হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ সমাবেশে স্কুলের মেয়েদের স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়েছে।

সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীনের সভপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসলাম।

তিনি বলেন, ‘কিশোরীদের বয়ঃসন্ধিকাল, প্রজনন স্বাস্থ্য, বাল্য বিবাহ, যৌন হয়রানি এবং মাদক প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। নির্দিষ্ট বয়সের আগে যেন কোন মেয়ের বিয়ে না হয়, স্কুলে পড়ালেখা করা কোন কিশোর যেন মাদকাসক্ত না হয় সেদিকে অভিভাবকদের সজাগ থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নারী উন্নয়ন ফোরামের এই জনসচেতনতামূলক কর্মসূচির উদ্যোগ প্রশংসনীয়।’ নারী উন্নয়ন ফোরামের জনসচেতনতামূলক সব ধরনের কর্মকাণ্ডে প্রশাসন তাদের পাশে থাকবে বলে তিনি জানান।’

নারী উন্নয়ন ফোরামের সভাপতি রিজিয়া পারভীন বলেন, ‘বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে নারী উন্নয়ন ফোরাম বাগেরহাটের পিছিয়েপড়া নারীদের সচেতন করতে নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। গত ৬ ফেব্রুযারি স্বাস্থ্য সচেতনে নারীদের পদযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। তারই ধারাবাহিকতায় নারী উন্নয়ন ফোরাম স্কুল পর্যায়ে কিশোরীদের বয়ঃসন্ধিকাল, প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ, যৌন হয়রানি এবং মাদক রোধে সচেতন করতে নারী সমাবেশ করেছি।’

সভাপতি আরো বলেন, ‘বয়ঃসন্ধিকালে মেয়েদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পরিবর্তন হয়। এ সময়টাতে যেন তারা ভাল থাকতে পারে সেজন্য তাদের পরিবারের সদস্যদের আরও সচেতন হতে হবে।’

এছাড়া পর্যায়ক্রমে বাগেরহাট সদর উপজেলার আরও নয়টি ইউনিয়নে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালন করবে বলে জানান সভাপতি রিজিয়া পারভিন।

বারুইপাড়া পূর্ণ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রাবেয়া আক্তার ও রুমা ইসলাম বলে, ‘সমাবেশে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। বাল্যবিয়ে প্রতিরোধে করণীয় কি তা আমরা জানতাম না। এই সমাবেশ আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা বয়ঃসন্ধিকাল, প্রজনন স্বাস্থ্য, বাল্যবিবাহ, যৌন হয়রানি এবং মাদক প্রতিরোধে নানা ধরনের শিক্ষা নিলাম। আমরা এখন থেকে সচেতন হব এবং এই জ্ঞান আমরা ভবিষ্যতে কাজে লাগাতে পারব।’

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :