সুপ্রিম কোর্ট বারে আ.লীগপন্থীদের আমিন-মঞ্জু প্যানেল ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৪ | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২০:০৮
এ এম আমিন উদ্দিন ও শাহ মঞ্জুরুল হক

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২০-২১ মেয়াদের নির্বাচনে আওয়ামী-লীগ ও সমমনা দলগুলোর সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্যানেল ঘোষণা করা হেয়েছে। সভাপতি পদে লড়বেন জেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও সম্পাদক হিসেবে লড়বেন শাহ মঞ্জুরুল হক।

আজ সোমবার রাতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির হলরুমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র শেখ ফজলে নূর তাপসকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এই ঘোষণা দেওয়া হয়। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে ঘোষণাটি দেওয়া হয়।

এর আগে গতকাল রবিবার রাজধানীর বাংলামোটরে অবস্থিত রূপায়ন টাওয়ারে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ইউসুফ হোসেন হুমায়ুনের সভাপতিত্বে এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেন সংগঠনের সিনিয়র নেতারা।

সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ব্যারিস্টার ফজলে নূর তাপস, আইনমন্ত্রী আনিসুল হক, সৈয়দ রেজাউর রহমান, সাবেক মন্ত্রী সাহারা খাতুন, ব্যারিস্টার এম আমীর উল ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদী প্রমুখ।

প্রতি এক বছর পর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়। গতবারের নির্বাচনে এই প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হন এ এম আমিন উদ্দিন। এবার তিনি একই পদে দ্বিতীয়বারের মতো প্রার্থী হলেন। আর শাহ মঞ্জুরুল হক এবারই প্রথম সম্পাদক পদে নির্বাচন করছেন। তিনি আপিল বিভাগের আইনজীবী।

আগামী ১১ ও ১২ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০২০-২১ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে এ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এআইএম /মোআ)

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

সাবেক সচিব প্রশান্ত কুমারকে কারাগারে পাঠালেন আদালত

৩১ মার্চ পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম

বিচারপতির আসনে ছাদ বেয়ে পানি, বিচারকাজ বন্ধ ১৮ মিনিট

আগাম জামিন পেলেন অ্যাডভোকেট যুথিসহ চার আইনজীবী

জামিন নিতে এসে রায় শুনে পালিয়ে গেলেন হলমার্ক কেলেঙ্কারির আসামি

তিন মাসের মধ্যে সালাম মুর্শেদীকে গুলশানের বাড়ি ছাড়ার নির্দেশ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীসহ নয়জনের যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

এই বিভাগের সব খবর

শিরোনাম :