পায়রা বন্দরে ক্রেনের বাকেট ছিঁড়ে নির্মাণশ্রমিক নিহত

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৩

পটুয়াখালীর কলাপাড়ার পায়রা সমুদ্র বন্দরে নির্মাণাধীন পাঁচ তলা স্টাফ কোয়ার্টারের ভবনে ক্রেনের বাকেট ছিঁড়ে মাথায় পড়ায় পলাশ হাওলাদার (২৮) নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।

সোমবার বিকাল সোয়া তিনটার দিকে পায়রা বন্দর চত্বরের অভ্যন্তরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের লাশ কলাপাড়া থানা পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠিয়েছে।

পায়রা বন্দরের সিকিউরিটি কর্মকর্তা সোহেল আহমেদ জানান, পায়রা বন্দরে কর্মরত কর্মকর্তাদের জন্য বন্দরের পাঁচ তলা স্টাফ কোয়ার্টার নির্মাণ কাজ চলছে। পলাশ হাওলাদার ওই নির্মাণাধীণ ভবনের নিচে দৈনিক চুক্তিভিত্তিক নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিল। ঘটনার সময় ভবনের পাঁচ তলায় বাকেট ছিঁড়ে পড়ায় গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার এসআই আসলাম জানান, নিহত পলাশ হাওলাদার বরগুনা সদর থানার কেওড়াবুনিয়া ইউনিয়নের তুলশিবাড়িয়া গ্রামের হানিফ হাওলাদারের ছেলে। সে পায়রা বন্দরে ঠিকাদারি প্রতিষ্ঠান নুরজাহান কনস্টাকশনের নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিল। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :