সাংবাদিক মাসুমের বই ‘আপত্তি সত্ত্বেও’

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০৭

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে রাজনৈতিক ছড়ার বই ‘আপত্তি সত্ত্বেও’। বইটির লেখক সাংবাদিক আল মাসুম। পেশাগত দায়িত্বের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করেন তিনি।

‘আপত্তি সত্ত্বেও’ বইয়ের লেখক আল মাসুম দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত। তিনি সমসাময়িক বিভিন্ন ইস্যুতে নিয়মিত মন্তব্য প্রতিবেদন এবং কলাম লিখে আসছেন।

বইটির বিষয়ে লেখক বলেন, বইয়ের প্রতিটি ছড়া এই সমাজের প্রতিচ্ছবি। নাগরিকের ব্যথা, বেদনা, ক্ষোভের বহিঃপ্রকাশ আলোকিত হয়েছে ‘আপত্তি সত্ত্বেও’ বইয়ের মধ্য দিয়ে। একটি সময়কে ধারণ করেছে এসব ছড়া। সমাজের অন্যায়-অসঙ্গতি নিয়ে ব্যঙ্গাত্মক ও শ্লেষাত্মক লেখা কখনও পাঠককে হাসাবে, কখনও গভীর চিন্তার খোরাক জোগাবে।

গত বছরে ঘটে যাওয়া আলোচিত সমালোচিত ঘটনাগুলো ব্যাঙ্গাত্মক ও বিদ্রুপাত্মক ভাষায় প্রকাশ করা হয়েছে এই বইয়ে। যেসব বিষয় মানুষকে আহত করেছে, ক্ষুব্ধ করেছে তাই সহজ সরল ও প্রাঞ্জল ভাষায় তুলে ধরা হয়েছে। নাগরিকের ব্যাথা বেদনা ক্ষোভের বহিঃপ্রকাশ এই বইয়ে। সময়কে ধরার চেষ্টা করা হয়েছে। সাধারণ মানুষের ক্ষোভের কথা অতি সাধারণ ভাষায় উপস্থাপন করা হয়েছে।

এছাড়াও চলমান রাজনীতি, সমাজনীতি ও বাজারনীতি যেমন স্থান পেয়েছে তেমনি আন্তর্জাতিক সম্পর্কে বাংলাদেশ, রোহিঙ্গা ও জায়গা পেয়েছে বইটিতে।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/বিইউ)

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :