সয়াবিনের গরম বর্জ্যের ফিল্ড বন্ধের নির্দেশ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:১৫ | প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যুর পর সয়াবিনের গরম বর্জ্য ফেলার ফিল্ড বন্ধ করলো উপজেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে উপজেলার রূপসী খন্দকার বাড়ি এলাকায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়া ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম পরিদর্শনের পর তা বন্ধের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে নিহত আশরাফুল মিয়ার পরিবারের সদস্যদের শান্তনা দেন তারা। এ সময় কাঞ্চন ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পাঁচ ঘণ্টাব্যপী পানি দিয়ে ফিল্ড ঠান্ডা করেন।

গত ৬ ফেব্রয়ারি ওই বর্জ্যে পড়ে গিয়ে দগ্ধ হন আশরাফুল মিয়া ও নাজিম মিয়া নামের দুই বন্ধু। গত সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আশরাফুল মিয়া মারা যান।

নিহত আশরাফুল মিয়া উপজেলার রূপসী এলাকার খন্দকার বাবুল মিয়ার ছেলে এবং স্থানীয় জিনিয়াস একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

কাঞ্চন ফায়ার সার্ভিসের লিডার হাবিব মোহাম্মদ ছামাদ বলেন, সয়াবিনের ফেলানো বর্জ্যরে ভেতরে আগুন জ্বলছিল। তাই দীর্ঘ সময় নিয়ে পানি দিয়ে তা নেভাতে হয়েছে। এছাড়া ওই বর্জ্য ফিল্ডের চারপাশে টিন দিয়ে নিরাপত্তা বেষ্টনী দেয়া হয়েছে।

এর আগে রূপচাঁদা এডিবয়েল মিল থেকে গরম সয়াবিনের বর্জ্য কিনে সয়াবিনের বর্জ্যগুলো কোনো প্রকাশ বেষ্টনী ছাড়াই রূপসী খন্দকার বাড়ি এলাকায় রাস্তার পাশে রাখা হতো।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/কেএম/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :