মেলায় রাজু আহমেদের ‘মহেশপাড়ার সেই ছেলেটি’

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৫২

এবারের অমর একুশে গ্রন্থমেলা ২০২০-এ অভিনেতা, নির্দেশক, সাংবাদিক সাজু আহমেদের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘মহেশপাড়ার সেই ছেলেটি’ প্রকাশ হয়েছে। গ্রন্থটি প্রকাশ করেছে ‘য়ারোয়া বুক কর্নার’।

৬৪ পৃষ্ঠার বইতে মোট ৩৬ টি কবিতা স্থান পেয়েছে। বইটি মেলার সোহরাওয়ার্দী উদ্যানে য়ারোয়া বুক কর্নারের ২৪৩ নং স্টলে পাওয়া যাচ্ছে ।

গ্রন্থের নান্দনিক প্রচ্ছদ করেছেন প্রচ্ছদ করেছেন আইয়ুব আলামিন । এছাড়া সাজু আহমেদ এর প্রথম কাব্যগ্রন্থ ‘স্মৃতি কেন কাঁদায়’ একই স্টলে পাওয়া যাচ্ছে।

কবি সাজু আহমেদ ‘মহেশপাড়ার সেই ছেলেটি’ কাব্যগ্রন্থে সমসাময়িক নানা অসঙ্গতি যেমন তুলে ধরেছেন তেমনি প্রেম,ভালবাসা, বিরহ প্রাঞ্জল ভাষায় উঠে এসেছে । গ্রন্থের প্রধান বৈশিষ্ট সরল কথায় কবি তার মনের ভাব প্রকাশ করেছেন, যা পাঠকের ভালো লাগবে।

কবি সাজু আহমেদ বগুড়া জেলার সোনাতলা উপজেলার তেকানী চুকাই নগর ইউনিয়নের মহেশপাড়া গ্রামে ১৯৭৬ সালে ১৯ মার্চ জন্মগ্রহণ করেন। সংস্কৃতি চর্চার পাশাপাশি ছোটবেলা থেকেই লিখছেন।

তিনি একজন সাংস্কৃতিক সংগঠক, অভিনেতা, নির্দেশক, নাট্যকার। ঢাকা মৌলিক নাট্যদলের প্রতিষ্ঠাতা সভাপতি সাজু আহমেদ অসংখ্য মঞ্চ, টিভি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। একাধিক মঞ্চ ও টিভি নাটক লিখেছেন।

নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। মৌলিক মিডিয়া এ্যান্ড কমিউনিকশন নামের প্রতিষ্ঠানের ব্যানারে বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত আছেন।

বর্তমানে দৈনিক জনকণ্ঠ পত্রিকার সহ-সম্পাদক হিসেবে কর্মরত সাজু আহমেদ। ২০০২ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘স্মৃতি কেন কাঁদায়’ প্রকাশ হয়।

ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/এসএস/এজেড

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :