বাবার দোকানে আগুন লেগে প্রাণ গেল ছেলের

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৯

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

কুমিল্লার লাকসামে আগুনে পুড়ে নাঈমুল হাসান (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে। মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের নৈরপাড় টাওয়ার সংলগ্ন বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাবা মুরাদের দোকান আলম স্টোর থেকে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের সর্ট সার্কিট থেকেই এ আগুন লেগেছে বলে ফায়ার সার্ভিস কর্মীদের প্রাথমিক ধারণা।

নিহত নাঈমুলের বাড়ি লাকসাম রামচন্দ্রপুর গ্রামে। সে কামড্যা শহীদ আবুল খায়ের উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই দোকানের ভেতরে আটকেপড়া মুরাদের এক ছেলে জাহিদ বের হতে পারলেও আরেক ছেলে নাঈমুল হাসান আটকা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া এ আগুনে মুদি, লেপ-তোশক, ফল এবং সবজিসহ ছয়টি দোকান পুড়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৪০ লাখ টাকা বলে স্থানীয়দের ধারণা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মীর আবুল ফজলের পক্ষ থেকে নিহতের পরিবারকে নগদ ২৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/পিএল/এলএ)