রূপগঞ্জে দুই ছিনতাইকারীর কারাদণ্ড

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই ছিনতাইকারীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকার তানজিল আহম্মেদ রানা ও মাহমুদাবাদ এলাকার ওবায়দুল মিয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম জানান, গত মঙ্গলবার বিকালে ডেমরা বাওয়ানী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থী সামসুদ্দিন, সৌমিক ও শাকিল সরকারি মুড়াপাড়া কলেজে ঘুরতে আসে। কলেজের ক্যান্টিনে খাবার কিনতে গেলে ছিনতাইকারী তানজিল আহম্মেদ রানা ও ওবায়দুল মিয়া ওই শিক্ষার্থীদের জিম্মি করে মোবাইল ও টাকা ছিনতাই করে এবং তাদের জোরপূর্বক ধুমপান করায়। এ ঘটনায় তিন শিক্ষার্থী রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের কাছে অভিযোগ দেন। পরে তাদের আটকের নির্দেশ দিলে পুলিশ তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে নির্বাহী হাকিম এ দণ্ড দেন।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :