লালকুঠি দরবারের ওরস ১৪ ফেব্রুয়ারি শুরু

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪৯

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ময়মনসিংহে খাজা মুহাম্মদ ছাইফুদ্দীন নকশেবন্দি মুজাদ্দেদি এনায়েতপুরীর লালকুঠি দরবারে তিন দিনব্যাপী বার্ষিক ওরস অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এই আয়োজন শুরু হচ্ছে, চলবে রবিবার পর্যন্ত। রবিবার সকাল ১০টায় আখেরি মোনাজাত হবে।

অনুষ্ঠানে লালকুঠি পাক দরবারের গদিনসীন পীরজাদা রেজাউল হক আল মুজাদ্দেদি, তার ছেলে সুজাউদ্দৌলা আল মুজাদ্দেদি ও আলাউল হক আল মুজাদ্দেদি উপস্থিত থাকবেন।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/কেএম/এলএ)