সালথায় রিজিয়া রশীদ প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া উৎসব

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২০, ২০:৫১

ফরিদপুরের সালথা উপজেলার বিভাগদী রিজিয়া রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী পার্শ্ববর্তী বিভাগদী শহীদ স্মৃতি মহাবিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি দৈনিক সমকালের উপসম্পাদক আবু সাঈদ খান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, সহকারী শিক্ষা অফিসার বজলুর রহমান, শাহাদৎ হোসেন বাদশা, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সিরাজ-ই-কবীর খোকন, বেসরকারি উন্নয়ন সংস্থা রাসিনের নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল আলীম মোল্ল্যা, বিভাগদী আব্বাসিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম, বিভাগদী শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তারিকুল ইসলাম, বিভাগদী রিজিয়া রশীদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক প্রমুখ।

এ সময় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সাঈদ খান বলেন, এলাকাবাসীর দাবি মেটাতে আমি এ বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। এলাকায় শিক্ষার আলো ছড়াতে এ প্রতিষ্ঠান সাধ্যানুযায়ী কাজ করছি। এলাকাবাসীর সমর্থন অব্যাহত থাকলে শিক্ষা বিস্তারে ধাপে-ধাপে আরো ও এগিয়ে যাব আমরা।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :