ফ্রি রানার মোটরসাইকেল!

প্রকাশ | ১২ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৪

ঢাকাটাইমস ডেস্ক

ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকার বাসিন্দা আবু সালেক পেশায় একজন সফল উদ্যোক্তা। বেশ কিছুদিন ধরেই ব্যবসার কাজে মোটরসাইকেল কেনার কথা ভাবছিলেন। 

রানারের তেঁজগাও শোরুমে গিয়ে তিনি ‘২০ বছরের সাফল্য উদযাপন অফার’ ক্যাম্পেইনটির ব্যাপারে জানেন এবং রানার AD- 80S ডিলাক্স কেনেন। এরপর বিজয়ী হিসেবে জিতে নেন ফ্রি মোটরসাইকেল।

সালেক আগেও ব্যবসার বিভিন্ন কাজে রানারের মোটরসাইকেল ব্যবহার করতেন। মোটরসাইকেল জয়ের বিষয়টি জানার পর তেঁজগাওয়ে রানারের  প্রধান র্কাযালয়ে তাকে আমন্ত্রণ জানানো হয় এবং রানার অটোমোবাইলসের মার্কেটিং ডিরেক্টর আমিদ সাকিফ খান পুরস্কার তুলে দেন।

রানার ২০ বছর উপলক্ষে সারা দেশজুড়ে চলছে ক্যাম্পেইন। এই কর্মসূচির বড় আকর্ষণ হলো ফ্রি মোটরসাইকেল জেতার সুযোগ। এছাড়া আছে সর্বোচ্চ ২০ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং প্রত্যেকটি মোটরসাইকেলের সঙ্গে আছে নিশ্চিত উপহার।

(ঢাকাটাইমস/১২ফেব্রুয়ারি/কেএম/এলএ)