নিজেকে সেরা কোচ ভাবেন না পেপ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৫

নিজেকে বিশ্বের সেরা কোচ মনে করেন না পেপ গুয়ার্দিওলা। এক সাক্ষাৎকারে সবিনয় জানালেন, লিওনেল মেসি-রবার্ট লেয়নডস্কি-সের্খিয়ো আগুয়োরোদের জন্যই ম্যানেজারের ভূমিকায় তিনি এত সফল। তাঁর সাফল্যের জন্য মহাতারকা ফুটবলারদের যাবতীয় কৃতিত্ব দেওয়ার পাশাপাশি ম্যানচেস্টার সিটির ম্যানেজার অসম্ভব সমীহ দেখিয়েছেন সমসাময়িক অন্য বড় কোচেদের। বলেছেন, অন্যরা তাঁর মতো তারকাসমৃদ্ধ বড় ক্লাব পাননি।

ইয়োহান ক্রুয়েফের টিকিটাকা স্টাইলকে উৎকর্ষের শিখরে তোলা কোচের ক্লাব ফুটবলে সাফল্য অবিশ্বাস্য বললে কম বলা হবে। তাঁর কোচিংয়ে বার্সেলোনা চার বার লা লিগা জেতার পাশাপাশি দু’বার চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি ধরেছে। বায়ার্ন মিউনিখকে টানা তিন বার বুন্দেসলিগা দিয়েছেন পেপ। ম্যানচেস্টার সিটি তাঁর সময় টানা দু’বার ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। ইংল্যান্ডের ক্লাবে তাঁর ঝুলিতে রয়েছে আরও সাতটি ট্রফি। এত কিছুর পরেও সমালোচকেরা তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি। কারও কথায় তিনি নিছক ‘চেক-বুক ম্যানেজার’। বিশ্বসেরা ক্লাবের আর্থিক সমৃদ্ধির সুবিধা নিয়ে সেরাদের নিয়ে দল সাজিয়ে সাফল্য পেয়েছেন।

আশ্চর্যের ব্যাপার স্বয়ং পেপের কথাতেও সমালোচকদের সমর্থনের সুর। সাক্ষাৎকারে মেসির সাবেক গুরু বলে দিলেন, ‘কখনও নিজেকে সেরা ম্যানেজার মনে করিনি। এমনকি একবার টানা ছ’টি ট্রফি জয়ের পরে বা ত্রিমুকুট জিতেও নয়।’

৪৯ বছর বয়সী কাতালোনিয়ার কোচ যোগ করেন, ‘বড় ক্লাবে কোচিং করানোর সময় অবিশ্বাস্য প্রতিভাবান ফুটবলারদের পেয়েছি। ভাল করেই জানি, অবিশ্বাস্য ফুটবল বুদ্ধি রয়েছে এমন কোচেরাও আমার মতো দল পাননি। পাননি বড় ক্লাব। সেদিক থেকে আমি ভাগ্যবান।’

নিজেকে ‘ভাল ম্যানেজার’ বলেও পেপের মন্তব্য, ‘হতে পারে আমি একজন ভাল ম্যানেজার। কিন্তু কখনও সেরা ছিলাম না, এখনও নই। এখনকার ক্লাব ম্যানচেস্টার সিটির কথাই ধরুন। এত ভাল একটা ক্লাব পেয়েছি বলেই দু’বার ইপিএল ট্রফি এসেছে। কিন্তু ম্যানসিটির মতো দল না পেলে কখনোই কোনও ক্লাবকে চ্যাম্পিয়ন করাতে পারতাম না। সত্যিটা স্বীকার করাই ভাল।’

তাঁর এহেন স্বীকারোক্তি শুনে বিস্মিত ফুটবল মহল। পেপ আরও বলেন, ‘আমার যা যোগ্যতা, তার থেকে নিজেকে বাড়িয়ে দেখাতে পছন্দ করি না। আমি এত সফল মেসি, ইনিয়েস্তা (আন্দ্রে), ব্রুইন (কেভিন দ্য), আগুয়েরোদের (সের্খিয়ো) জন্য। যে ভাবে দলকে খেলাতে চেয়েছি তা সম্ভব হয়েছে ওদের দক্ষতায়।’

(ঢাকাটাইমস/১৩ ফেব্রুয়ারি/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

আইসিসির আন্তর্জাতিক প্যানেলে যুক্ত হলেন বাংলাদেশি আম্পায়ার মোর্শেদ

বড় চমক রেখে জিম্বাবুয়ে সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

টি-টোয়েন্টি সিরিজ খেলতে সিলেটে পৌঁছেছে হারমানপ্রীত-স্মৃতি মানদানারা

তীব্র গরমে ফ্লাডলাইটে ফুটবল ম্যাচের সিদ্ধান্ত

জাতীয় দলে ফেরা নিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানালেন সুনীল নারিন

 হাথুরুর সঙ্গে নির্বাচকদের বৈঠক সম্পন্ন, আলোচনা হলো যা নিয়ে

মুস্তাফিজের আইপিএল ছাড়া নিয়ে যা বললেন চেন্নাই কোচ

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন কোচ

চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলানকে হারিয়ে পাঁচ ম্যাচ আগেই ইন্টারের শিরোপা উৎসব

পাকিস্তানি ব্যাটারদের স্ট্রাইকরেটে গুরুত্ব দিতে বললেন শহিদ আফ্রিদি

এই বিভাগের সব খবর

শিরোনাম :