বিসিবি পরিচালক মাহবুবুলকে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক
ঢাকাটাইমস
| আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৬:২৭ | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৪:২৫

টেন্ডার, নিয়োগ বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুবুল আনামকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপ-পরিচালক মো. মনজুর আলম তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মাহবুবুল আনামের বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ দেয় সংস্থাটি।

দুদক সূত্র জানায়, দুদকের অনুসন্ধানে তার চার কোটি ৭৭ লাখ ৯৮ হাজার টাকার স্থাবর সম্পদ ও ৫৬ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার ৯৪৪ টাকার অস্থাবর সম্পদসহ মোট ৬২ কোটি ৫৪ লাখ ৮২ হাজার ৯৪৪ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়।

অভিযোগে আরও বলা হয়, অনিয়মের মাধ্যমে পছন্দের ঠিকাদারকে কাজ দিয়ে কোটি কোটি টাকা আয়, নিয়োগ বাণিজ্য, স্পন্সর নির্বাচনে অবৈধ প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকা আয়, অর্থ পাচার ও জ্ঞাত আয় সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে মাহবুবুলের বিরুদ্ধে।

পরে গত ২৮ নভেম্বর মাহবুবুল আনাম ও তার পরিবারের লোকজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞায় দেওয়া হয়। দুদকের প্রাথমিক অনুসন্ধানে মোট সাড়ে ৬২ কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানা যায়।

বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার চিঠিতে বলা হয়েছিল, মাহবুবুলের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। দুদকের কাছে দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার তথ্য থাকায় এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এসআর/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :