তিন বছর পর চালু হচ্ছে হিলি স্টেশন

হিলি (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০০

প্রায় তিন বছর বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্টেশন চালু হতে যাচ্ছে। এ উদ্দেশে স্টেশনের সব সরঞ্জাম মেরামতের কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

সোমবার থেকে এর কার্যক্রম চালু হবে বলে জানান হাকিমপুর (হিলি) পৌর মেয়র জামিল হোসেন চলন্ত। এতে স্টেশনের প্রাণচঞ্চলতা আবারো ফিরে আসবে ও হিলি স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হিলি স্টেশনের মাস্টার রুহুল আমিন বলেন, ‘যাত্রীদের আর কোন ভোগান্তিতে পড়তে হবে না। আমরা যাত্রীদের সকল প্রকার সেবা দিয়ে যাব।’

২০১৭ সালে জনবল সংকট দেখিয়ে এ স্টেশন থেকে মাস্টারসহ সকল স্টাফকে প্রত্যাহার করে নেয় রেল কর্তৃপক্ষ।

স্টেশনে দাঁড়িয়ে থাকা রাজশাহী যাওয়ার যাত্রী রতন, মাহমুদ ও সাদেক বলেন, সব ট্রেন তো এখানে দাঁড়ায় না। তবে যেগুলো দাঁড়ায়, তাও আবার দুই নম্বর লাইনে। শুনেছি, সোমবার থেকে ট্রেন ১ নম্বর প্লাটফর্মে দাঁড়াবে এবং টিকিট পাওয়া যাবে। এতে আমাদের যাতায়াতে অনেক সুবিধা হবে। তারা ঢাকাগামী আন্তঃনগর ট্রেন দাঁড়ানোরও দাবি করেন।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :