ট্রাকের ধাক্কায় বাসের বাসের হেলপার নিহত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩১

ঝিনাইদহ সদর উপজেলার নগরবাথান বাজারে ট্রাকের ধাক্কায় আমির হামজা (১৫) নামে এক বাসের হেলপার নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমির হামজা সদরের লেবুতলা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার দিলীপ বড়ুয়া জানান, চুয়াডাঙ্গা থেকে ফুলজান নামে একটি বাস ঝিনাইদহ আসছিল। ঝিনাইদহের নগরবাথান এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে বাসটি ধাক্কা দিলে বাসের হেলপারসহ দুজন আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক আমিরকে মৃত ঘোষণা করেন। আহত তৈয়ব আলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :