মাদারীপুরে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে আহত ১২

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫০

মাদারীপুরের মস্তফাপুর-চাপাতলী এলাকায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। এতে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ঘটে এ দুর্ঘটনা।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।

তারা জানান, মস্তফাপুর এলাকার চাপাতলীয় বরিশালগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মাদারীপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ময়লা আবর্জনা পোড়ার কালো ধোঁয়াতে এ সংঘর্ষ হয় বলে তারা জানান।

পরে ধোঁয়ার কারণে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাসটির আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত হয়নি।

এই ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়ক যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানান, আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়াসউদ্দিন জানান, ‘পৌরসভার আবর্জনা সড়কের পাশে পোড়ানোর বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলা হয়েছে। পরবর্তীতে সড়কের পাশে এসব ময়লা ফেলানো ও পোড়ানো বন্ধ রাখা হবে।’

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/পিএল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :