করোনাভাইরাস নিয়ে যশোর জেনারেল হাসপাতালে সেমিনার

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:১৬

করোনাভাইরাস প্রতিরোধে প্রাথমিক করণীয় সম্পর্কে যশোর জেনারেল হাসপাতালে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. গৌতম কুমার আশ্চার্য।

হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের নিয়ে সেমিনারে বক্তব্য দেন স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক হারুন অর রশিদ। আরো ছিলেন- ডা. সাইফুর ইসলাম, ডা. গোলাম ফারুক, তৌহিদুল ইসলাম, ডা. দেবাশীষ, ডা. গৌতম কুমার ঘোষ, ডা. পলাশ কুমার বিশ্বাস, ডা. রুহানুল করিম, ডা. জিজিএ কাদরী, ডা. আব্দুর রহিম মোড়ল, ডা. আহসান হাবিব, ডা. হাসান আব্দুল্লাহ, ডা. ওবায়দুল কাদের উজ্জ্বল, ডা. আব্দুস সামাদ, ডা. আনসার আলী, ডা. আরিফুজ্জামান আরিফ ও ডা. মাসফিকুর রহমান।

সেমিনারে উল্লেখ করা হয়, যশোর জেনারেল হাসপাতালে কোনো করোনাভাইরাসের রোগীর শনাক্ত হয়নি। করোনাভাইরাসে আতঙ্কের কিছু নেই। তাই এ রোগে আক্রান্তদের প্রাথমিকভাবে যা যা করণীয় সে বিষয়ে প্রাথমিক ধারণা দেয়া হয়।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :