ঢাকা-১০ আসনে মনোনয়নপত্র জমা দিলেন শফিউল

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৯ | আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকা-১০ আসনের উপ-নিবার্চনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন এফবিসিসিআই সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন।

বৃহস্পতিবার বিকালে ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছে মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এ সময় মহিউদ্দিন সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংসদীয় মনোনয়ন বোর্ড আছে। তারা যদি আমাকে মনোনীত করে তাহলে আমি ঢাকা-১০ আসনে নির্বাচন করব।

মহিউদ্দিন বলেন, ঢাকা-১০ আসন আমার দৃষ্টিতে একটি ইতিহাস জড়িত আসন। এ আসনে বঙ্গবন্ধু দীর্ঘদিন কাটিয়েছেন। এখানকার লোকজন, ধূলিকণা, বাতাস সবকিছুতেই বঙ্গবন্ধুর আদর্শ মিশে আছে। আমি মনে করি এ আসনে যদি আমি মনোনয়ন পাই এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের ও আনন্দের। আমাকে মনোনীত করলে অত্যন্ত আনন্দচিত্তে আমি গ্রহণ করব।

‘এ আসনের নেতাকর্মীরাও আমাকে গ্রহণ করবে’ বলে আশা প্রকাশ করে এফবিসিসিআই সাবেক সভাপতি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। এজন্য যে কেউ এই মনোনয়ন প্রত্যাশা করতে পারে এর মধ্যে আমিও একজন। রাজনৈতিক ব্যক্তি বা ব্যবসায়ী যাই হোক আমাদের উচিত দেশের সেবা করা। বঙ্গবন্ধুর আদর্শের সোনার বাংলা গড়ে তোলা। দেশকে এগিয়ে নেওয়ার জন্য সর্বশ্রেণীর মানুষ প্রয়োজন।’

‘একজন রাজনীতিবিদ যেমন দেশকে কন্ট্রিবিউট করেন একজন অর্থনীতিবিদও কন্ট্রিবিউট করেন। সবারই মূল উদ্দেশ্য দেশ ও  জনগণের সেবা করা।’

এদিকে, উপ-নির্বাচনে মনোনয়ন বিতরণের ৬ষ্ঠ দিনে এ পর্যন্ত ৬৬টি মনোনয়ন ফরম বিক্রির করেছে আওয়ামী লীগ। এর মধ্যে ঢাকা-১০ আসনে মনোনয়ন নিয়েছেন সাতজন। ঢাকার বাইরে চারটি উপনির্বাচনে মনোনয়ন ফরম নিয়েছেন ৫৯ জন। চট্টগ্রাম সিটি করপোরেশনে মনোনয়নের নিয়েছেন ১৭ জন।

ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের মনোনয়ন বিতরণ ও জমা নেওয়া চলবে আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টা থেকে চলে বিকেলে পাঁচটা পর্যন্ত।

ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন নেয়া সাতজন হলেন- সুপ্রিম কোর্টের বারের সাধারণ সম্পাদক বশির আহমেদ, মানবিক ঢাকা সোসাইটি এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আদম তমিজী হক, ভাষানটেক থানা আওয়ামী লীগেী সহ-সভাপতি, মেজর (অব.) মো. ইয়াদ আলী ফকির, এফবিসিসিআই সাবেক সভাপতি সফিউল আলম মহিউদ্দিন, সাবেক ছাত্রলীগের সদস্য ড. আব্দুল ওয়াদুদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান মজলিশ।

ঢাকা বাইরে উপ-নির্বাচনে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন-

বাগেরহাটের-৪ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৯ জন।

গাইবান্ধা-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২২ জন।

বগুড়া১- আসনের  মনোনয়ন নিয়েছেন ১৬জন।

যশোর-৬ আসনের মনোনয়ন নিয়েছেন ১২ জন।

 

জানা গেছে, ৬৬ জন সংসদ সদস্য, ১৭জন মেয়র প্রার্থী, ৩৮৮জন কাউ‌ন্সিলর আবেদন সংগ্রহ ক‌রে‌ছেন।

আগামী ১৫ ফেব্রুয়া‌রি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সরকা‌রি বাস ভবন গণভব‌নে প্রার্থী‌দের সাক্ষাৎকার অনু‌ষ্ঠিত হ‌বে।

বাগেরহাটের-৪ আসনে মনোনয়ন সংগ্রহকারীরা হলেন-মিজানুর রহমান জনি, বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রহিম খান, অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, প্রবীর রন্জন হালদার, নকিব নাজিব, ইসমত আরা শিরিন, ­মোশারফ হোসেন, রাজু আহম্মেদ।

গাইবান্ধা-৩ আসনে মনোনয়ন সংগ্রহকারীরা হলেন-উম্মেকুলসুম স্মৃতি, ইয়াকুব উল আজাদ, মো. মাহমুদুল হক, এ কে এম মোকছুদ চৌধুরী, মো. মফিজুল সরকার, মো.ফজলুল করিম, মো. ওমর ফারুখ, মো. আজিজার রহমান খান বিএসসি, গোপাল চন্দ্র বর্মন, রেহেনা, তামান্না শারমিন, তোফাজ্জল হোসেন, ময়েনউদ্দিন দুলু, আবু বক্কার প্রধান, শাহারিয়া খান, ড. ফয়সাল ইসলাম, আমিনুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন, মাজেদুর রহমান, নুরুল ইসলাম, দিলারা খন্দকার

বগুড়া১- আসনের মনোনয়ন নিয়েছেন ১৬জন।

তারা হলেন-মোজাহিদুল ইসলাম বিল্পব, জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান, সিদ্দিকুর রহমান, মকবুলুর রহমান, সাহাদারা মান্নান, রেজাউল করিম মন্টু, আব্দুর রাজ্জাক, এস এম খবিরুজ্জামান, জাকির হোসেন, ছালের উদ্দিন, আবুল কালাম আজাদ, রেজাউল করিম মন্টু, অ্যাড মোনতাজুর রহমান মন্টু, শাহজাহান আলম, আলমগীর শাহী।

যশোর-৬ আসনের মনোনয়ন নিয়েছেন ১১ জন।

তারা হলেন-মো. আব্দুর রফিক, শাহীন চাকলাদার, আব্দুল মান্নান, এইচ এম আমির হোসেন, ওয়াহিদ সাদিক, নওরিন সাদিক, তাপস কুমার দাস, হোসাইন মোহাম্মদ, শ্যামল সরকার, শেখ আব্দুল ওহাব, মো. কামরুজ্জামান।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছেন ১৬ জন। তারা হলেন-রেজাউল করিম চৌধুরী, খোরশেদ আলম, মুজিবর রহমান, নুরুল ইসলাম বিএসসি, আ জ ম নাছির, আব্দুস সালাম, মেজর ইমদাদুল ইসলাম (অব.), আলতাফ হোসেন চৌধুরী, ইনসান আলী, মোহাম্মাদ ইউনুস, মো. হেলাল উদ্দিন চৌধুরী, সেলিনা খান, খন্দকার মন্জুরুল আলম, রেখা আলম, একে এম বেলায়াত হোসেন। অপর একজনের নাম নিশ্চিত হওয়া যায়নি।

ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/ইএস