বোয়ালমারীতে বাল্যবিয়ে, মেয়ের বাবার জরিমানা

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:১০

ফরিদপুরের বোয়ালমারীতে বাল্যবিয়ে আয়োজন করার দায়ে এক কিশোরীর বাবাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে নিজ কার্যালয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ।

উপজেলার সাতৈর ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা তার মেয়ের বাল্যবিয়ের আয়োজন করেন। ওই কিশোরী (১৫) স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

আদালত সূত্রে জানা যায়, ওই কিশোরীর সঙ্গে বিয়ে ঠিক ছিল ফরিদপুর শহরের এক তরুণের। সন্ধ্যায় বিয়ের আয়োজন চলছিল ওই কিশোরীর বাড়িতে। গোপন সংবাদে আদালত খবর পেয়ে কিশোরীর বাবাকে আটক করে নিয়ে আসে।

ইউএনও ঝোটন চন্দ বলেন, বাল্যবিয়ে আয়োজনের দায়ে ওই কিশোরীর বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই কিশোরীর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেয়ার উদ্যোগ নেবেন না মর্মে মুচলেকা নেয়া হয়।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :