সীমান্ত হত্যা বন্ধে বিএসএফ-বিজিবি কাজ করছে: ভারতীয় হাইকমিশনার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৩
ফাইল ছবি

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস বলেছেন, ‘সীমান্ত হত্যা বন্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের বর্ডার গার্ড (বিজিবি)’র সঙ্গে সমন্বয় করে কাজ করছে।’

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

হাইকমিশনার বলেন, ‘বিএসএফ ও বিজিবির মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান রয়েছে। দুই দেশের বাহিনী সীমান্ত হত্যা বন্ধে সমন্বয় করে কাজ করছে। এ নিয়ে তাদের মধ্যে বছরে দুইবার বৈঠক হয়।’

গত বছরের ডিসেম্বরে বিজিবির মহাপরিচালক বিএসএফের সঙ্গে এ নিয়ে বৈঠক করেছেন বলেও জানান রীভা গাঙ্গুলি।

সীমান্ত হত্যা বন্ধে গত কয়েক বছরে নানা প্রতিশ্রুতি দিয়েছে ভারত। দেশটি বলছিল সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। কিন্তু সাম্প্রতিক বাস্তব চিত্র নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে চলতি বছরে এখন পর্যন্ত বাংলাদেশের সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে প্রাণ হারিয়েছেন ১১ বাংলাদেশি।

এ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সম্প্রতি গণমাধ্যমে উদ্বেগ প্রকাশ করে সীমান্ত হত্যা বন্ধে ভারতের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ চালিয়ে যাওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

এ সময় হাইকমিশনার আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্প কাজের অগ্রগতির প্রশংসা করে আগামী বছরের মধ্যে আখাউড়া-আগরতলা রেলপথ চালু হবে বলেও আশা প্রকাশ করেন। হাইকমিশনার বলেন, ‘আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের কাজ যে গতিতে এগোচ্ছে, আশা করছি আগামী বছরের জুনের মধ্যে এই রেলপথটি যাতায়তের জন্য চালু হবে।’

হাইকমিশনারের সঙ্গে প্রকল্পটি পরিদর্শনে ছিলেন ভারতীয় হাই কমিশনের প্রথম সচিব আনিতা বারিক (রেলওয়ে উপদেষ্টা)।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/এনআই/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :