টাকা আত্মসাৎ: খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী গ্রেপ্তার

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২০:৩৪

খুলনা ব্যুরো, ঢাকাটাইমস

শিডিউল বিক্রি, ভ্রমণ ভাতা বিল ও খেয়া ঘাটের খাস আদায় বাবদ পাওয়া টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মো. মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে দুদকের একটি দল।

টাকা আত্মসাতের অভিযোগে আজ মিজানুর রহমানের বিরুদ্ধে একটি মামলা হয়। মামলা নং-৭। মামলার বাদী দুদকের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তরুণ কান্তি ঘোষ। পরে দুপুরে অভিযান চালিয়ে তিনি মিজানুর রহমানকে গ্রেপ্তার করেন। এরপর বিকালে তাকে আদালতে সোপর্দ করা হলে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম কারাগারে পাঠানোর আদেশ দেন।

অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ:

দুদক সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে অভিযোগ হলো তিনি সিডিউল বিক্রয় বাবদ ২৬ লাখ ১৮ হাজার ৯৮০ টাকা, ভ্রমণ ভাতা বিল বাবদ এক লাখ ৮৩ হাজার ৫০৮ টাকা এবং খেয়াঘাটের খাস আদায় বাবদ ২১ লাখ ৩২ হাজার ১২টাকাসহ সর্বমোট ৪৯ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা আত্মসাৎ করেছেন। এর মধ্যে তিনি ১৩ লাখ টাকা খুলনা জেলা পরিষদ তহবিলে জমা দিয়েছেন বলে জানায় দুদক।

ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/ইএস