ফেসবুকে প্রশ্নপত্রের ছবি: দুই পরীক্ষার্থী কারাগারে

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৬

চলমান এসএসসি পরীক্ষায় মোবাইলে প্রশ্নপত্রের ছবি ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করার দায়ে দুই এসএসসি পরীক্ষার্থীকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের বাড়ি টাঙ্গাইলে। তাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তামজিদ আল ইসলাম তনয় (১৬) এবং ভারই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় সরকার (১৬)। এছাড়া এ ঘটনায় বুধবার দায়িত্ব অবহেলার দায়ে দুই শিক্ষককেও দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

বৃহস্পতিবার বিকালে পুলিশ তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। দুই পরীক্ষার্থীর পক্ষের আইনজীবী জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কোর্ট পরিদর্শক তানভীর আহাম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বুধবার ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভেন্যুতে এসএসসির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় পরীক্ষায় (আইসিটি) পরীক্ষা ছিল। ওই দুই শিক্ষার্থী কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ করে। পরীক্ষা চলাকালে তারা প্রশ্নপত্র মোবাইল ফোনে তুলে তা ফেসবুক গ্রুপের মাধ্যমে তা বাইরে সরবরাহ করে। তাদের ব্যবহৃত মোবাইলে প্রশ্নপত্র পাওয়া যায়।

কেন্দ্র সচিব মোহাম্মদ মহী উদ্দিন বলেন, ওই দুই শিক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে সরবরাহ করে। তাদের ব্যবহৃত ফোনে প্রশ্নপত্র পাওয়া যায়। পরে তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

এ বিষয়ে ভূঞাপুর থানার কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান, গত বুধবার ওই কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মোহাম্মদ মহী উদ্দিন ডিজিটাল নিরাপত্তা আইন এবং পাবলিক পরীক্ষা আইনে মামলা করেন।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/কেএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

ফেসবুক আইডি ক্লোন করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ, যুবক গ্রেপ্তার

ফরিদপুর প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

পতেঙ্গায় ফিশিং বোটের ইঞ্জিন বিস্ফোরণে ৪ জন দগ্ধ

চট্টগ্রামে ঈদকে সামনে রেখে জালনোট চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বরিশালে নামাজের সময় মসজিদের এসি বিস্ফোরণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির লেনে যাত্রী নামানোর অপরাধে ৩৩ যানবাহনকে মামলা 

বরগুনা প্রেসক্লাব দখলের মামলায় ৭ জন কারাগারে  

পর্যটকদের আকৃষ্ট করছে তাহিরপুরের শহীদ সিরাজ লেক

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

ঢাকা-ময়মনসিংহ সড়কে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

এই বিভাগের সব খবর

শিরোনাম :