রাজশাহীতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধিতে প্রশিক্ষণ

প্রকাশ | ১৩ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৭

ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহীতে ‘মানবাধিকার প্রতিবেদন তৈরিতে সাংবাদিকদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর একটি সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। ইউএনডিপির মানবাধিকার কর্মসূচি এতে অর্থায়ন করে।

কর্মশালায় রাজশাহী মহানগরী ও বিশ^বিদ্যালয়ে কর্মরত ২০ জন সাংবাদিক অংশ নেন। সকালে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ। পরে বিএমএসএফের মহাসচিব খায়রুজ্জামান কামাল ও প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারজানা ববি নাদিরা বিভিন্ন সেশন পরিচালনা করেন।

কর্মশালা শেষে বিকালে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ের আঞ্চলিক পরিচালক মেসবাহ উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মামুন-অর-রশীদ।

(ঢাকাটাইমস/১৩ফেব্রুয়ারি/কেএম/এলএ)