ছু‌টির দিনে বইমেলায় প্রবেশে দীর্ঘ লাইন

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১১:৪৫

নাইমুর রহমান, ঢাকাটাইমস

শুক্রবার। ছু‌টির দিন। আজ  মেলা শুরু হ‌য়ে‌ছে সকাল ১১টা থে‌কে। ১১টার আগেই মেলায় প্রবে‌শের জন‌্য দীর্ঘ লাইন ছিল। অন্য দিনের তুলনায় ভিড় যেন আজ বেশিই ছিল।

একজন পাঠক জানালেন ব্যস্ততার কারণে মেলায় আসা হয় না তার, তাই বন্ধের দিনে একটু আগেভাগেই এসেছেন পুরো মেলা ঘোরার জন্য, খুঁজে খুঁজে তার পছন্দের বই কেনার জন্য।

বইমেলায় পাঠকদের এমন ভিড় লেখকদের নতুন কিছু লেখার জন্য উৎসাহিত করে বলে জানান এক তরুণ লেখক।

আজ মেলায় শিশু প্রহর চল‌ছে। ১১টা থেকে শুরু হ‌য়ে চল‌বে একটা পর্যন্ত। আজ মেলা চল‌বে রাত নয়টা পর্যন্ত।

এদিকে বসন্ত ও ভা‌লোবাসা দিবস উপলক্ষে মেলায় ভিড় বে‌ড়েই চ‌লে‌ছে। বাস‌ন্তী র‌ঙের পোশাক প‌রে মেলায় বইপ্রেমীরা আসছেন। ঘু‌রে ফিরে দেখছেন প্রিয় লেখ‌কের বই।

ঢাকাটাইমস/১৪ফেব্রয়া‌রি/এ‌জেড