ভেঙ্গে গেল জাসওয়ালের বিশ্বকাপ সেরার ট্রফি

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৫:১৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

অনূর্ধ্ব-১৯ ফাইনালে বাংলাদেশের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ভারতীয় দলের৷ তাই বিশ্বকাপে সেরা ক্রিকেটার হয়েও মন ভোলেনি যশস্বী জাসওয়ালের৷ টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের সেই ট্রফিটাই ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছে ভারতীয় এই ক্রিকেটারের৷

টুর্নামেন্টে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল ভারতীয় দল৷ খেতাবের লড়াইয়ে যশস্বীদের সামনে ছিল বাংলাদেশ৷ কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়া ও সেমিফাইনালে পাকিস্তানকে হারালেও বিশ্বসেরার মঞ্চে বাংলাদেশের কাছে মাথা নিচু হয় ভারতের৷ হেরে যায় চারবারের যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন ভারত৷

দল হারলেও ফাইনালে ব্যাট চলেছে যশস্বীর৷ ৮৮ রানের ইনিংস খেলেন মুম্বাইয়ের এই ডানহাতি ব্যাটসম্যান৷ ছোট থেকে দারিদ্রতার সঙ্গে লড়াই করা যশস্বীর ব্যাটে ফাইনালে ভারত লড়াইয়ে ফিরলেও শেষরক্ষা হয়নি৷ তবে ব্যক্তিগত পারফরম্যান্সে সকলকে ছাপিয়ে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের ট্রফি জিতে নিয়েছেন যশস্বী৷ প্রোটিয়া কিংবদন্তি পেসার মাখায়া এন্থনি’র হাত থেকে সেরা ক্রিকেটারের ট্রফি নেন ভারতের এই প্রতিশ্রুতিময় ব্যাটসম্যান৷

কিন্তু দেশে ফিরে যশস্বী দেখেন তাঁর সেরা ক্রিকেটারের ট্রফিটা ভেঙে দু’ টুকরো হয়ে গিয়েছে৷ এতে অবশ্য বিশেষ বিচলিত নন যশস্বী৷ কারণ দেশকে বিশ্বকাপ এনে দিতে না-পারায় যন্ত্রণা ভুলতে পারেননি মুম্বাইয়ের ১৮ বছরের তরুণ৷

যশস্বী জাসওয়ালের কোচ জ্বালা সিংহের দাবি, ট্রফি নিয়ে কোনও আগ্রহ নেই তার। ভারতীয় এক দৈনিক সংবাদপত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে জ্বালা সিংহ বলেছেন, ‘যশস্বী ট্রফি নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা করে না। রান নিয়েই বেশি চিন্তা করে।’

টুর্নামেন্টে শুরু থেকেই দারুণ ফর্মে ছিলেন ভারতীয় এই ওপেনার৷ একটি সেঞ্চুরি এবং চারটি হাফ-সেঞ্চুরি এসেছে যশস্বীর ব্যাট থেকে৷ অর্থাৎ ছ’টি ইনিংসের মধ্যে একবার মাত্র হাফ-সেঞ্চুরির গণ্ডি ছুঁতে পারেননি যশস্বী৷ ছয় ইনিংসে চারশো রান এসেছে তাঁর ব্যাট থেকে৷ সেমিফাইনালে তাঁর দুরন্ত সেঞ্চুরিতে পাকিস্তানকে ১০ উইকেটে হারায় ভারত৷ ১০৫ রানের অপরাজিত ইনিংস খেলেন যশস্বী৷

(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/এআইএ)