পাকিস্তান সফরে সাঙ্গাকারার এমসিসি

প্রকাশ | ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:০০

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

২০০৯ সালে অতর্কিত সেই হামলার স্মৃতি এখনো বেশ টাটকা। শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর হওয়া হামলায় কোনোরকম বেঁচে ফিরেছিলেন কুমার সাঙ্গাকারা। এরপর পাকিস্তানে দীর্ঘদিন বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট। সেই পাকিস্তানে পুরোদমে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে এবার হাজির হয়েছেন সাঙ্গাকারা।

মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) নিয়মিতই বিভিন্ন দেশে সফরে গিয়ে ম্যাচ খেলে থাকে। তারই ধারাবহিকতায় প্রায় ৪৭ বছর পর পাকিস্তানে সিরিজ খেলতে গিয়েছে তারা। অধিনায়ক সাঙ্গাকারার নেতৃত্বে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ৪টি ম্যাচ খেলবে এমসিসি। এই সফরের মূল উদ্দেশ্য, নিরাপত্তা শঙ্কা কাটিয়ে দেশটিতে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফেরানো।

এরেই মধ্যে নিজের দল নিয়ে পাকিস্তান পৌঁছে গেছেন সাঙ্গাকারা। সেখানে গিয়ে শ্রীলঙ্কান কিংবদন্তি বলেন, ‘নিরাপত্তা নিয়ে শঙ্কা তো এখন শুধু পাকিস্তানে নয়, বিশ্বের সবখানেই আছে। আমাদের এই সফরটা একটি সহজ বার্তা। যার উদ্দেশ্য পাকিস্তানকে তাদের দেশে ক্রিকেট ফেরানোয় সাহায্য করা। আমাদেরকে এখানে আনার জন্য পিসিবি ও পাকিস্তান সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই।’

সাঙ্গাকারা আরো বলেন, ‘এমসিসি এখানে এসছে কারণ আমাদের মূল দর্শনগুলোর একটিই, ক্রিকেটের চেতনা যে অন্য সব বাধাকে ছাপিয়ে যায়। যে বাধাগুলো মাঝে মধ্যে দেশে দেশে, মানুষে মানুষে বিভেদ তৈরি করে।’

২০০৯ সালের ভয়াবহ হামলা থেকে নিজে বেঁচে ফিরেছেন। যে স্মৃতি এখনো টাটকা সাঙ্গাকারার কাছে, ‘ব্যক্তিগতভাবে আমার পাকিস্তান সফরের অনেক মধুর স্মৃতি আছে। বিশেষ করে লাহোরে। এমন একটি অভিজ্ঞতা যা আপনি ভুলে যেতে পারেন না। আবার লাহোরে আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। একই সাথে যারা সেদিন জীবন দিয়েছেন তাদের সকলের ত্যাগের কথা স্মরণ করছি।’

পাকিস্তান সফরে এমসিসি স্কোয়াড: কুমার সাঙ্গাকার (অধিনায়ক), রবি বোপারা, মাইকেল বার্গেস, অলিভার হ্যানন ডালবি, ফ্রেড ক্লাসেন, সাফিয়ান শরীফ, ভ্যান ডার মারউই এবং রস হোয়াইটলি।

(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/এআইএ)