বিকালে ঢাকায় আসছে জিম্বাবুয়ে

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১১:৫৭ | আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:১৯

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

পাকিস্তান-বাংলাদেশ পূর্ণাঙ্গ সিরিজ পূর্ণ হওয়ার ফাঁকে তিন ফরম্যাটের ক্রিকেট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এক টেস্ট, ৩ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টি খেলতে শনিবার বিকেল ৪.৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে ক্রেইক অরভিনরা।

শুরুতে টেস্ট দল-ই ঢাকায় আসছে। মিরপুরে ২ দলের টেস্ট শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। মূল মঞ্চে মাঠে নামার আগে জিম্বাবুয়ে ক্রিকেট দল ১৮-১৯ ফেব্রুয়ারি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে সফরকারীদের ম্যাচটি অনুষ্ঠিত হবে। টেস্টের পর সিলেটে হবে ওয়ানডে সিরিজ। জিম্বাবুয়ের সফর শেষ হবে দুটি টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে।

জিম্বাবুয়ের টেস্ট দলকে নেতৃত্ব দেবেন ক্রেইক অরভিন। প্রথমবার সন্তানের বাবা হবেন নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামসন। মিরপুর টেস্টে তাকে পাবে না দল। উইলিয়ামসনের পরিবর্তে আরভিনকে অধিনায়ক করা হয়েছে।

জিম্বাবুয়ের মূল স্ট্রাইক বোলার কাইল জারভিসও নেই টেস্ট দলে। ইনজুরির কারণে তাকে রাখা হয়নি। অভিজ্ঞ তেন্দাই চাতারাও নেই। ইনজুরির ছোবলে ডানহাতি পেসার দলের বাইরে। ২০১৭ সালে সবশেষ টেস্ট খেলা ক্রিস্টোফার এমপফুকে ডাকা হয়েছে দলে।

(ঢাকাটাইমস/১৫ ফেব্রুয়ারি/এআইএ)