বইমেলায় শিশুদের সংগীত প্রতিযোগিতা

নাইমুর রহমান, ঢাকাটাইমস
| আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৬ | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৪৬

অমর একুশে গ্রন্থমেলায় শিশু প্রহরের অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে শিশু-কিশোরদের সংগীত প্রতিযোগিতা। ভাষার গানের উপর ৬ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোররা এ প্রতিযোগিতায় অংশ নেয়।

শনিবার সকালে বইমেলার বাংলা একাডেমি প্রাঙ্গণের মূল মঞ্চে আয়োজন করা হয় সংগীত প্রতিযোগিতা। যেখানে ৬ থেকে ১০ বছর পর্যন্ত বয়সী শিশুরা ‘ক’ পর্বে এবং ও ১১ থেকে ১৭ বছর বয়সী শিশুরা ‘খ’ পর্বে অংশগ্রহণ করে।

ভাষার মাসে ভাষার গান ও একুশের গানের ওপর শিশু কিশোররা নিজেদের পছন্দমত গান পরিবেশন করে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া নারায়ণগঞ্জ থেকে আসা ১৩ বছর বয়সী রোদশী জানায়, গান গাইতে পেরে তার খুব ভালো লেগেছে। ভাষার উপর সে একটি গান পরিবেশন করে। গানে বিজয়ী হওয়ার আশা করে সে।

রোকুনুজ্জামান দাদা ভাই পুরস্কারপ্রাপ্ত রুহামা তাহসিন জানায়, বইমেলায় এসে প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তার খুব ভালো লেগেছে। এখানে এসে অনেকের সঙ্গে তার পরিচয় হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া এক শিশুর অভিভাবক জানান, পুরস্কার না মূলত মঞ্চভীতি দূর করার জন্যই এ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে আসা।

শিশু কিশোররা আনন্দের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, এটা খুবই ভালো লাগার বলে জানিয়েছেন একজন দর্শক-শ্রোতা।

আগামী ২২ ফেব্রুয়ারি সকাল ১১টায় প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে।

ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এসএস /এমআর

সংবাদটি শেয়ার করুন

ভাষা, সাহিত্য ও সংস্কৃতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :