চাঁপাইনবাবগঞ্জে ভুয়া আয়কর কর্মকর্তা আটক

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৩৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

চাঁপাইনবাবগঞ্জে আয়কর কর্মকর্তা হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে ব্যবসায়ীদের থেকে অর্থ আদায়ের চেষ্টায় একজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকাল পুরাতন বাজার এলাকার ‘চাঁপাই বুক ডিপো’ নামে একটি বইয়ের দোকান থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি দিনাজপুর জেলার কোতোয়ালি থানার বোয়ালিয়া ফকিরগঞ্জ দিলদারপাড়ার হায়দার রহমান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, আটক হায়দার ইনকাম ট্যাক্স পরিদর্শক দাবি করে পৌর এলাকার পুরাতন বাজারের চাঁপাই বুক ডিপোর মালিক নাসিরুল ইসলামের কাছে দোকানের ট্যাক্সের ফাইল দেখতে চায়। এ সময় দোকান মালিকের সন্দেহ হলে পাশের দোকানে থাকা চাঁপাইনবাবগঞ্জ ইনকাম ট্যাক্স অফিসের কম্পিউটার অপারেটর শহিদুল ইসলামকে খবর দিলে তিনি হায়দারকে ধরে তাৎক্ষণিক নিশ্চিত করেন সে ইনকাম ট্যাক্স অফিসের কোনো কর্মকর্তা নন। পরে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/পিএল/এলএ)