সিরাজগঞ্জে ট্রাকবোঝাই গাঁজাসহ আটক ২

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৪৪

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সিরাজগঞ্জে সলঙ্গায় ট্রাকবোঝাই গাঁজাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‌্যাব। ট্রাকে ৬৩ কেজি গাঁজা পাওয়া গেছে।

শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বড় মহাজিদপুর গ্রামের রাসেল মিয়া ও কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার অনন্তপুর গ্রামের মমিনুল ইসলাম। তারা ওই ট্রাকের চালক ও হেলপার। 

র‌্যাব-১২ হেড কোয়ার্টারের মিডিয়া কর্মকর্তা এমএমএইচ ইমরান জানান, গোপন সংবাদে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থামানো হয়। এ সময় ট্রাকে তল্লাশি করে ৬৩ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় মামলা করা হয়েছে।

ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/পিএল/ইএস