‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচনের কথা কামালের মুখে মানায় না’

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২০:২৮

‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কথা’ ড. কামাল হোসেনের মুখে মানায় না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক।

তিনি শনিবার বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জামালপুরে আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন। বিকালে জামালপুর জিলা স্কুল মাঠে মুজিববর্ষ উপলক্ষে জেলা আওয়ামী লীগ এ জনসভার আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘নির্বাচন সঠিক হয় নাই’ বলেন ড. কামাল হোসেন। আমাদের বলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কামাল হোসেন দুইবার নির্বাচিত হয়েছিলেন বঙ্গবন্ধুর কল্যাণে, সহযোগিতায়, আশীর্বাদে ও বিনা প্রতিদ্বন্দ্বিতায়। জীবনে যিনি কোনো নির্বাচনে বিজয়ী হতে পারেন নাই, তিনি বলেন- ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হলে সেটা নাকি সঠিক নয়, আইনসম্মত নয়।’ এ কথা তার মুখে মানায় না। কথা বলতে ড. কামালকে সংযত হওয়ার পরামর্শ দেন ড. আব্দুর রাজ্জাক।

গণফোরামের সভাপতি ড. কামালকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনি লাথি দিয়ে এই সরকারের পতন ঘটনাতে চেয়েছিলেন। যাদের হাত ধরে আছেন, তারা আন্দোলন করে এই সরকারের পতন ঘটাতে পারেনি। লাথি দিতে চেয়েন না। যারা কামান-বন্দুক নিয়ে এসেছিল, তারাও আমাদের পায়ের কাছে মাথা নত করে গেছে।’

জেলা আওয়ামী লীগের সভাপতি বাকি বিল্লাহ’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, সাংস্কৃািতক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক বেগম শামসুন্নাহার চাঁপা, সদস্য মারুফা আক্তার পপি, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন ও বেগম হোসনে আরাসহ স্থানীয় নেতৃবৃন্দ।

জনসভা সঞ্চলনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী 

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

আজ কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী

আওয়ামী লীগ নিজেদের নৌকা নিজেরাই ডুবিয়েছে: মঈন খান

দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না: সালাম

নির্বাচনের পর বিরোধী দলগুলোর ওপর নানা কায়দায় নির্যাতন চালাচ্ছে আ.লীগ: মির্জা ফখরুল

বিএনপিসহ গণতন্ত্রকামী জনগণকে সরকার বন্দি করে রেখেছে: রিজভী 

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপির বৈঠক

এমপি-মন্ত্রীর স্বজনদের উপজেলা নির্বাচনে প্রার্থী হতে আ.লীগের ‘মানা’

এই বিভাগের সব খবর

শিরোনাম :