লেবাননে ঘুমের মাঝে চাচা-ভাতিজার মৃত্যু

প্রকাশ | ১৫ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৫

ওয়াসীম আকরাম, লেবানন

লেবাননে ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে দুই বাংলাদেশি কর্মীর মৃত্যু হয়েছে। তাদের উভয়ের গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।

তারা হলেন- আব্দুল্লাহ মিয়া (৩৫) ও মোজাম্মেল মিয়া (২২)।

শুক্রবার দুপুরে এই দুই বাংলাদেশি কর্মীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তাদের পরিবারের স্বজনরা। গোবিন্দপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে আব্দুল্লাহ দুই বছর পূর্বে ও একই গ্রামের ঝাড়ু মিয়ার ছেলে মোজাম্মেল দেড় বছর পূর্বে জীবিকার তাগিদে লেবাননে আসেন। সম্পর্কে তারা চাচা-ভাতিজা ছিলেন।

লেবাননে তাদের প্রতিবেশীরা জানান, লেবাননে গত ২ সপ্তাহ ধরে তুষারপাতসহ প্রচণ্ড শীত পড়েছে। লেবাননের বিভাগীয় জেলা শহর শুরে  এই সময়ে তাপমাত্রা মাইনাস ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। 

মঙ্গলবার রাতে প্রচণ্ড শীতের কারণে  চাচা-ভাতিজা রাতের খাবার খেয়ে  রুমের সব দরজা-জানালা বন্ধ করে ভেতরে লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে ঘুমিয়ে পড়েন।

পরদিন অনেক বেলা পর্যন্ত তাদের কক্ষের দরজা বন্ধ পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হারিছ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানিয়েছেন, সারারাত রুমে আগুন জ্বালানোর কারণে অক্সিজেনের ঘাটতির কারণে তাদের মৃত্যু হয়। বর্তমানে তাদের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

তাদের অকাল মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে এবং তাদের মরদেহ অল্প সময়ের মধ্যে দেশে ফেরত পাঠাতে দূতাবাসের নিকট অনুরোধ জানান স্বজনরা।

(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এলএ)