প্রবীণ আ.লীগ নেতা রহমত আলীর ইন্তেকাল

প্রকাশ | ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:০৪ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রবীণ নেতা, সাবেক প্রতিমন্ত্রী ও সাংসদ অ্যাডভোকেট মো. রহমত আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি রোগে ভুগছিলেন।

রহমত আলীর ব্যক্তিগত সহকারী এসএম জাহাঙ্গীর আলম সিরাজী গণমাধ্যমকে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

রহমত আলী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর। তিনি গাজীপুর-৩ আসন থেকে ১৯৯১ সাল থেকে দশম সংসদ পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

রহমত আলীর মেয়ে রুমানা আলী টুসী একাদশ জাতীয় সংসদে ১৪নং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য।

প্রবীণ এই আওয়ামী লীগ নেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার নির্বাচনী এলাকায়। তার মৃত্যুর খবর শুনে আওয়ামী লীগের নেতারা ছুটে যান হাসপাতালে।

(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/জেবি)