বেলাল খানের ‘সুরাত কি নূর’

বিনোদন প্রতিবেদক
 | প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১১:২০

এ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী বেলাল খান। তরুণ সংগীতপ্রেমীদের কাছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়ক খুবই পরিচিত একটি নাম। তবে তিনি বড়দের জন্যও গান করেন। সেই ধারাবাহিকতায় বেলাল খান এবার কণ্ঠ দিলেন ‘সুরাত কি নূর’ শিরোনামের একটি সুফি গানে।

গানটির কথা লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ। সংগীতায়োজন করেছেন সজীব চৌধুরী। গানটি নিয়ে একটি মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। সেখানে মডেল হিসেবে অভিনয় করেছেন আসিফ রহমান ও রিমি করিম। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন মাহফুজ ইসলাম। প্রযোজনা প্রতিষ্ঠান ওশেনিয়া ইন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে আগামী ১৮ ফেব্রুয়ারি এটি মুক্তি পাবে।

গায়ক বেলাল খান বলেন, ‘আমি অনেক গান করেছি। কিন্তু এ ধরনের গান কখনো করব ভাবিনি এবং কখনো আসেওনি। আমরা শিল্পীরা সবসময় ভালো গানের পিপাসায় থাকি। তাই ভালো গান পেলে খুবই আগ্রহ করে যতœ নিয়ে গেয়ে থাকি। এটা আমার খুবই ভালো লাগার মত একটা কাজ। যতটুকু পেরেছি গাওয়ার চেষ্টা করেছি। আমার ভালো লেগেছে। আশা করি, আপনারাও নিরাশ হবেন না।’

মডেল রিমি করিম বলেন, ‘বেলাল খানের গানটা শুনে রীতিমত আমি মুগ্ধ হয়েছি। এই গানের ভিডিওতে আপনারা যে গল্পটা দেখবেন, একেবারেই ভিন্ন একটা প্রেমের গল্প। আমার কাজের ডায়রিতে এটা একটা ভালো কাজ হিসাবে জমা হল। মিউজিক ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আপনাদের।’

মডেল আসিফ রহমান বলেন, ‘এত চমৎকার একটা গানে কাজ করতে পেরে আমি ধন্য। পরিচালক মাহফুজ ইসলাম ভাই অনেক ভাবে চেষ্টা করেছে আমার কাছ থেকে রিয়েল অভিনয়টা বের করার জন্য। ভিন্ন একটা চরিত্রে কাজ করলাম। আশা করি, আপনাদের সবার ভালো লাগবে।’ বেলাল খানের এই গানটি ‘ট্রু লাভ’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে যাবে বলে জানান পরিচালক মাহফুজ ইসলাম। তিনি বলেন, ‘পবিত্র ভালোবাসা কী, সেই ভালোবাসাটা কেমন হয়, এরকম একটা গল্প দেখানো হয়েছে এই মিউজিক ভিডিওতে। ‘সুরাত কি নূর’ গানটি দর্শকরা ভালো ভাবে নিলেই আমরা স্বার্থক।’

ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

২৩ এপ্রিলকে চলচ্চিত্রের কালো দিবস ঘোষণা

সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাইক’ পুরস্কৃত

এফডিসিতে সাংবাদিকদের মারধর: লজ্জিত রিয়াজ, জানিয়েছেন নিন্দা

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এফডিসির সামনে মানববন্ধন

ভারতে ‘পদ্মশ্রী’ পেলেন বাংলাদেশের রবীন্দ্রসংগীতশিল্পী বন্যা

শিশুশিল্পী উধাও, পুরস্কারের জন্য খুঁজছেন পরিচালক নূরুজ্জামান

সাংবাদিকদের মারধর: শিল্পী সমিতিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

নির্বাচিত হয়েই হিন্দি সিনেমা আমদানির বিষয়ে হুঁশিয়ারি দিলেন ডিপজল

‘আম্মাজান’ সুপারহিট হওয়ার পরও কেন সিনেমা ছাড়লেন শবনম?

এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলা, দুঃখ প্রকাশ করে যা বললেন মিশা-ডিপজল

এই বিভাগের সব খবর

শিরোনাম :